বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা বিষয়ক সভা

রউফুল আলম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি-এর আয়োজনে ২৩ সকাল ১০ টায় কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার জনগনকে নিয়ে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা বিষয়ক সভা-২০১৮ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোঃ আনিছুল ইসলাম আনিছ, চেয়ারম্যান, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ। সভার শুরুতে সভাপতি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি অত্র এলাকার শিশুদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে যা সত্যিই প্রশংসার দাবীদার। আজকের সভায় সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে তিনি সভার শুভ উদ্বোধনী ঘোষণা করেন। এরপর শুভেচ্ছা বক্তব্যে কিশোরগঞ্জ এপি ম্যানেজার, পিকিং চাম্বু গং বলেন, আজকে আমরা যে উদ্দ্যেশে এখানে সমবেত হয়েছি তা হলো, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলায় বিগত ৬ মাসে যে কার্যক্রম বাস্তবায়ন করেছে তা পর্যালোচনা ও আগামী বছর আর কি করণীয় আছে তা আলোচনা করব। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ আমজাদ হোসেন, মিন্টু বিশ্বাস, সুধীর কুমার রায় ও এলিনা বৈদ্য (ইন্টার্নশীপ)। সভায় সিএসপি ও লাইলীহুড প্রকল্পের বিগত ৬ মাসের কার্যক্রমের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন পর্যালোচনা করা হয়। এরপর দলীয় আলোচনার মাধ্যমে উক্ত কার্যক্রম বাস্তবায়নে কি কি বাধা/সমস্যার সম্মুখীন হয়েছে, কি পদক্ষেপ গ্রহন করেছে এবং সুপারিশ কি তা আলোচনা করা হয়। দলীয় আলোচনা শেষে তা উপস্থাপন করা হয়। পরিশেষে অংশগ্রহণকারীদের ফিডব্যাক গ্রহণ করা হয় যা সত্যিই প্রশংসনীয়। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে বলেন, আজকের সভায় শিক্ষণীয় অনেক বিষয় ছিল যা আমাদের আগামী দিনে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করছি।