বিজ্ঞাপন দিন

জলঢাকায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "কমাতে হলে মাতৃমৃত্যু হার - মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ল্যাস্ব প্লানের শো প্রকল্পের সহযোগিতায় একটি র‍্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেডএ সিদ্দিকির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল ও ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো অর্ডিনেটর মাহফুজার রহমান প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নিরাপদ মাতৃত্ব দিবসের গুরুত্ব তুলে ধরে গর্ভবতী মায়েদের নিয়ে বিশেষ সেবা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানান ল্যাম্ব শো প্রকল্পের মাহফুজার রহমান।