বিজ্ঞাপন দিন

"জলঢাকায় ত্রাণ বিতরণে অনিয়ম"

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা) নীলফামারী : নীলফামারী জলঢাকায় পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবাররা। সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে উপজেলার প্রায় পরিবারগুলো কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেও জেলা প্রশাসন ১লক্ষ মে.টন চাউল,১লক্ষ ৩০হাজার টাকা,৩৬ বান্ডিল টিন বরাদ্ধ করে।এরে ধারাবাহিকতায় গোলনা ইউনিয়নে ২০ মে সকালে বরাদ্ধকৃত ১৮ হাজার মে.টন চাউল বিতারনে অনিয়নের অভিযোগের আলামত পাওয়া যায়। সংবাদ কর্মীর গোপন ক্যামেরার একটি ভিডিও তে দেখা যায়,৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য নিয়োগকৃত একজন লোক বিতারনকৃত চাউলের ১টি বস্তায় দু'হাত দিয়ে তিন আনজুল চাউল বের করে অন্য জায়গায় সড়িয়ে নিতেছে। অনেকে অনুমান করেন এতে বস্তা প্রতি ২/৩ কেজি চাউল কম হবে। বাধ্য হয়ে কম নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ভুক্তভোগীদের।প্রকৃত ক্ষতিগ্রস্তরা ছাড়াও ত্রাণের চাল পাচ্ছে অনেকেই এমন অভিযোগও করছেন ভুক্তভোগীররা।বরাদ্ধকৃত নগত ৩২, ৩৬ হাজার টাকা ও ১২ বান্ডিল টিন কবে দিবে সে ব্যাপারে সু-স্পষ্ট বক্তব্য দিতে পারেনি ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম (পান কবির)।এদিকে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি বরাদ্ধের হার বাড়ানোর পাশাপাশি অনিয়ম বন্ধে মনিটরিং এর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।