বিজ্ঞাপন দিন

ফলের ঢল

উত্তর সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : মধু মাসে বাজারে নেমেছে পর্যাপ্ত ফল। প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারগুলোতেও নেমেছে পেপে, তরমুজ, আম, কাঁঠাল, লিচুসহ অনেক রকমের ফল। নীলফামারীর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের কৈমারী, শৌলমারী, টেংগনমারী, গড়ধর্মপাল, মীরগঞ্জ, পাঠানপাড়া,বালাগ্রামসহ গ্রামের বাজারগুলো ঘুরে দেখা গেছে গ্রীষ্মকালীন ফলগুলোর ঢল নেমেছে। দামও ধরা ছোয়ার বাইরে।তবে খুব তাড়তারি ফলগুলোর দাম হাতের নাগালে আসবে বলে বিক্রেতা রহিম, সেলিম, স্বাধীন সহ আরো অনেকে জানান। তারা আরও জানান, গাছের ফল একবার পেকে গেলে তা গাছে আর ধরে রাখা সম্ভব নয়। তাই খুব তাড়াতাড়ি ফলের দামও কমবে বলে জানান আড়তদার নিমাই কান্ত। সরে জমিনে বাাজারগুলো ঘুরে দেখা গেছে, লিচুর, জাত ও আকার অনুপাতে সর্বনি¤œ প্রতি শ’র মূল্য ২০০-২৫০টাকা, পরিপক্ক পেপে ৮০-১শ টাকা, কাঁঠালের মূল্য আকাশ ছোয়া, আর আম ও তরমুজ কেজি অনুপাতে দাম নিচ্ছে বিক্রেতারা। হাটে ফল ক্রয় করতে আসা মামুন জানান, ফলের দাম যতই হোকনা কেন নতুন ফল ছেলে-মেয়েদের জন্য নিতেই হবে। বিক্রেতারা জানান, বাজারে ফলের ঢল নামলেও দরিদ্র মানুষের ধরা ছোয়ার বাইরে।