বিজ্ঞাপন দিন

"জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা আহত-২,থানায় এজাহার"

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা) নীলফামারী : নীলফামারী জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলায় ২জন আহত হয়েছে। আহতরা হলেন,মাসুদ সরকার (৪৫) ও স্ত্রী শেফালী বেগম (৩৫)। ঘটনাটি ঘটেছে ১৮ মে সকালে উপজেলার কৈমারী পাটোয়ারী পাড়া নামক স্থানে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ১৭ মে বৃহস্পতিবার বিকালে শেফালী বেগম ও প্রতিবেশী মৃত আলতাফ হোসেনের স্ত্রী মনুফা বেগমের (৪৫) পাকা রাস্তার মধ্যে পোয়ালের খড় শুকানো নিয়ে তর্কাতর্কি শুরু হলে উপস্থিত স্থানীয় লোকজন এসে তা মিটমাট করে দেয়।পরের দিন শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে মনুফা বেগমের হুকুমে পরিকল্পিত ভাবে সন্ত্রাসী ছদ্ধবেশে ছেলে তারিফ (২৫) ও সজিব (২০),পূত্রবধু রেজিনা বেগম (২৩) এবং হাসানুরের স্ত্রী পারভীন (৩০) তারা দলবদ্ধভাবে পূর্ব আক্রশবসত প্রতিপক্ষ মাসুদ সরকারের বাড়িতে লাটি-সোঠা,ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতিসহ মাসুদ সরকারের ডান পায়ের আঙ্গুল ও স্ত্রী শেফালী বেগমের বাম হাতের আঙ্গুল (৪টি সেলাই) গুরত্বর রক্তাক্ত জখম হয়। 

ঘটনার সংবাদ পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে গুরত্বর অসুস্থ্য অচেতন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।এ ঘটনায় মাসুদ সরকার বাদী হয়ে জলঢাকা থানায় এজাহার দায়ের করেছেন। থানায় এজাহার করায় আক্রান্ত পরিবার অভিযুক্তের নানা হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা যায়। সরজমিনে স্থানীয় প্রতক্ষ্যদর্শী সাইমুল ইসলাম জানায়,বেআইনিভাবে মাসুদ সরকারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হউক এমনটি এলাকার অনেকেরে দাবি।ঘটনার পাশেই বাড়ি স্থানীয় ইউপি সদস্য রুবেল হকের কাছে জানতে চাইলে তিনি দ্বায়শারা কায়দায় বলেন,আমি বিষয়টি শুনেছি,এখনো তদন্ত করে দেখিনি। এই কথায় তিনি অযোগ্য মেম্বারের পরিচয় দেন।