বিজ্ঞাপন দিন

ডোমারে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ধানবীজ বিতরন

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট রংপুর আঞ্চলিক অফিসের পক্ষে বিনামূল্যে ধানবীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। নীলফামারী কৃষি খামারের উপ-পরিচালক আবুল কাশেম আযাদের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেশনা ইনষ্টিটিউট রংপুর ব্রি আঞ্চলিক কার্যালয়ের পিএসও ড.মোঃ আবু বক্কর সিদ্দিক সরকার। উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাদেকুজ্জামান প্রমূখ। 

উপজেলার ৫০জন কৃষকের মাঝে ২কেজি করে উন্নত জাতের ধানবীজ এবং যাতায়াত খরচ বাবদ ২শত করে টাকা প্রদান করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চলনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরন করা হয়। এ ছাড়া ৫৯লাখ টাকা ব্যয়ে ডোমার জিসি টু দেবীগঞ্জ আর এন্ড এইচ ভায়া ডোমার ইউপিসি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন-প্রধান অতিথি আফতাব উদ্দিন সরকার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, অফিসার ইনচার্জ(ওসি)মোকছেদ আলী, সদর ইউপি চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু প্রমূখ।