বিজ্ঞাপন দিন

ডোমারে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমার উপজেলায় সম্প্রতি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার ৭ শত ৬৩ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২০কেজি করে ১২০ মেট্রিক টন চাল বিতরন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ডোমার সদর ইউনিয়নের ২শত ৫২ জনের মাঝে ২০কেজি করে চাল বিতরন করেন। ডোমার উপজেলা পরিষদ হলরুমে ডোমার সদর ইউনিয়নের চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু,উপ-সহকারী প্রকৌশলী মোহাইমেনুল হক,প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো প্রমূখ। এছাড়া অন্যান্য ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ নিজ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে চাল বিতরনে উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ,প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য যে,গত ১০ মে ডোমার উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রানহানীসহ বাড়ী-ঘড় ও ফসলের অপূরনীয় ক্ষতিসাধিত হয়।