বিজ্ঞাপন দিন

জলঢাকায় রমজানের শুরুতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি। বাজার মনিটরিং এর দাবী

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় রমজানের শুরুতে মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেড় থেকে দুই গুণ পর্যন্ত দাম বেড়েছে। বিক্রিতারা নিজের ইচ্ছেমত দাম নিচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। তারা বাজার মনিটরিং না থাকাকে দায়ী করেন। বিভিন্ন বাজার ঘুরে লক্ষ্য করা গেছে, গত সপ্তাহে দেশী মুরগী ৩ শত ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ৫ শত টাকা দরে বিক্রি হচ্ছে। পাকিস্তানী মুরগী ২ শত টাকা কেজি থাকলেও রমজানের কারণে ৩ শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছেও দাম বেড়েছে কেজি প্রতি ১ শত থেকে দেড় শত টাকা। পেয়াজের দাম গত সপ্তাহে ৩০ টাকা থাকলেও বর্তমান মূল্য ৫০-৬০ টাকা। শুধু এগুলোই নয় বিভিন্ন সবজি সহ চিনি, ছোলা, মসুর ডাল, সোয়াবিন তেল ইত্যাদি কেজি প্রতি ৫-১০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতা শাহানাজ পারভীন জানান, গত সপ্তাহে এক কেজি দেশী মুরগী কিনেছিলাম ৩ শত ২০ টাকা এখন ৫ শত টাকা দাম হাকাচ্ছে। দেশে কি এমন হলো যে, এত দাম বেড়ে গেল। মাসুদ রানা অভিযোগ করে বলেন, এক কেজি গরুর মাংস কিনলাম অন্যখানে মেপে দেখি ওজন ২০০ গ্রাম কম। বাজার মনিটরিং থাকলে এরকম হত না। ভাই-ভাই ষ্টোরের মালিক মোফাজ্জল হোসেন জানান, গত সপ্তাহের চেয়ে চিনি সহ বিভিন্ন পণ্যের দাম কিছুটা হলেও বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, দাম কমানোর জন্য আমরা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছি। রবিবার থেকে মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করা হবে।