বিজ্ঞাপন দিন

"জলঢাকায় ১০নং শৌলমারী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা"

রবিউল ইসলাম রাজ,(জলঢাকা) নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে সংযোজন,বিয়োজন,সংশোধন,পরিবর্তন ও পরিমার্জন করে,জবাবদিহীতার মাধ্যমে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন শৌলমারী ইউপি সচিব মামুনার রশীদ।মোট ২,০০,৫২,১৭৮ টাকার বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ২৪,০০,৫৩১ টাকা,ব্যয় ২৪,০০,৫৩১ টাকা এবং উন্নয়ন আয় ২,০০,৫২,১৭৮ টাকা ও ব্যয় ২,০০,৫২,১৭৮ টাকা। ইউএসএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উন্মুক্ত বাজেট অধিবেশনে শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ কুমার পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা স্থানীয় সরকারের উপ-সচিব আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইমাম,নীলফামারী জেলা ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তাফা কামাল,উপজেলা ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কায়কোবাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,নুর-নাহার বেগমসহ সকল সংরক্ষিত মহিলা সদস্য,ইউপি সদস্য আসাদুজ্জামান,মজু মামুদ,দীলিপ কুমার,জামিয়ার রহমানসহ সকল সদস্য,শৌলমারী ইউনিয়নের সবকস্তরের পেশাজীবী সচেতন জনগনবৃন্দ প্রমূখ।