বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৩ নং বালাগ্রাম ইউনিয়নের পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেট অধিবেশন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা উপজেলার ৩ নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ২৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মাঠে বাজেট অধিবেশন শুরু হয়। বাজেট অধিবেশনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তছলিম উদ্দিন। রাজস্ব খাতে ২৫ লক্ষ, উন্নয়ন খাতে ২ কোট ১৭ লক্ষ ৮ হাজার ৩ শত টাকা মোট ২ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৩ শত টাকা। ২০১৮-১৯ অর্থ বছরের ২ কোটি ১৫ লক্ষ টাকা, উন্নয়ন খাতে ব্যয় দেখিয়ে, অবশিষ্ট ২৭ লক্ষ ৮ হাজার ৩ শত টাকা, রাজস্ব খাতে জমা থাকবে বলে সচিব জানায়। 

এ বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জহির ইমাম। বিশেষ অতিথি ছিলেন, জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, ডিস্ট্রিক্ট, ফ্যাসিলিটেটর অফিসার নীলফামারী আবু হেনা মোস্তফা কামাল, জলঢাকা প্রকল্প সমন্বয়কারী ইউএসএস কায়কোবাদ হোসেন । এছাড়াও ইউপি সদস্যরা সহ ইউএসএস এর কার ট্রেইনার গীতা রানী উপস্থিত ছিলেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাদের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন ইউনিয়ন বাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নয়নমূলক কর্ম কান্ডের সহযোগিতা কামনা করেন।