বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৩দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "কৃষিই কৃষ্টি - কৃষিই সমৃদ্ধি" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বুধবার বিকেলে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের অাওতায় ৩দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৯০ জন কৃষক অংশগ্রহণ করে। সমাপনী দিনে প্রশিক্ষণে বক্তব্য রাখেন নীলফামারী কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ সিরাজুল হক, জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মুহাম্মদ মাহফুজুল হক, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল হাসান ও কৃষি সম্প্রসারন অফিসার মীর হাসান আল বান্না প্রমু্খ। প্রশিক্ষণে কৃষকরা কিভাবে সঠিক পন্থা অবলম্বন করে কৃষিকাজ করবে তার উপর বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও কৃষিকাজে প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়।