বিজ্ঞাপন দিন

জলঢাকায় গোলনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বাদশাহ শাহজাহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা : "বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলব"এই শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে, নীলফামারীর জলঢাকা উপজেলার ৪নং গোলনা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষানা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন ইউ'পি সচিব গুলজার রহমান সুজন। বুধবার (৩০মে) সকাল সারে ১১টায় দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০১৮-১৯অর্থ বছরের মোট দুই কোটি, ৬৬ লাখ, ৪৬ হাজার ৪৯১ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । এর মধ্যে রাজস্ব বাজেট ২৫ লাখ, ৫৯ হাজার ৭৮০ টাকা এবং উন্নয়ন বাজেট দুই কোটি ৪০লাখ ৮৬হারার ৭১১টাকা।
চেয়ারম্যান কামরুল অালম কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইমাম। বিশষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদ মহলা ভাইস চেয়ারম্যান রিভা অামজাদ, প্রকল্প সমন্বয়কারী উদয়ান্কুর সেবা সংস্থা (ইউএসএস) জলঢাকা- কায়কোবাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জলঢাকা,স্কলারশীপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাঈমুল হক। এ সময়ে ইউনিয়নের সকল ইউ'পি সদস্য, সংরক্ষিত মহিলা ইউ'পি সদস্য, সুশিল সমাজের ব্যক্তিত্ব, ল্যাম্প শো প্রজেক্ট সি এইচ ডাবলু কর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অায়োজনে- গোলনা ইউনিয়ন পরিষদ। সহযোগিতায়-উদয়ান্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নীলফামারী প্রোগ্রাম ইউনিট।