বিজ্ঞাপন দিন

জলঢাকায় খটামারা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা



বাদশাহ শাহজাহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা ঃ "বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলব"এই শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে, নীলফামারীর জলঢাকা উপজেলার ৮নং খুমারা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষানা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন ইউ'পি সচিব গুলজার রহমান সুজন। বস্পতিবার ( ৩১মে) বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০১৮-১৯অর্থ বছরের মোট দুই কোটি, ৭৮ লাখ, ৩ হাজার ৯৯১ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । এর মধ্যে রাজস্ব বাজেট ২৫ লাখ, ৪০ হাজার ৮৮০ টাকা এবং উন্নয়ন বাজেট দুই কোটি, ৫২ লাখ, ৬৩ হাজার,১১১টাকা। চেয়ারম্যান অাবু সাঈদ শামীম এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদ সদস্য -১৪, নীলফামারী-৩, অধ্যাপক গোলাম মোস্তফা, এমপি। বিশষ অতিথি ছিলেন-নীলফামারী জেলা পরিষদ সদস্য ও অধ্যক্ষ জুলফিকার অালী জুয়েল, প্রকল্প সমন্বয়কারী উদয়ান্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর টেকনিক্যাল অফিসার অাব্দুর রহিম, টেংগণমারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অাব্দুর রউফ রউফুল ও টেঙ্গনমারী হাট ইজারাদার অালহাজ্ব মন্জুরুল ইসলাম সিয়াম। এ সময়ে ইউনিয়নের সকল ইউ'পি সদস্য, সংরক্ষিত মহিলা ইউ'পি সদস্য, সুশিল সমাজের ব্যক্তিত্ব ও অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অায়োজনে- খুটামারা ইউনিয়ন পরিষদ। সহযোগিতায়-উদয়ান্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নীলফামারী প্রোগ্রাম ইউনিট।