বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিশু খাদ্য আইন ও বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপনন নিয়ন্ত্রন) আইন - ২০১৩ ও বিধিমালা - ২০১৭ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউণ্ডেশনের আয়োজনে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের সহযোগিতায় দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জেডএ সিদ্দিকির সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার হামিদুর রহমান, ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশীদ, সমাজ সেবা অফিসার মনিমুন আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বাংলাদেশ বেস্টফিডিং ফাউণ্ডেশনের প্রজেক্ট অফিসার আশরাফুল আলম, আল আমিন সরকার ও ল্যাম্ব সো প্রজেক্টে উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রমুখ। কর্মশালায় শিশু খাদ্যের অপকারিতা, উপকারিতা ও আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনু্ষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করে।