বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১১টি উইনিয়নে সারে ২৩ কোটি টাকার অধিক বাজেট ঘোষণা

বাদশাহ শাহজাহান, ভ্রাম্যমান সংবাদদাতা ঃ নীলফামারীর জলঢাকায় ২০১৮-২০১৯ অর্থ বছরের ১১টি ইউনিয়নে মোট ২৩ কোটি, ৬৬ লাখ, ১১ হাজার, ৫৫৬ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। যাহা গত অর্থবছরের চেয়ে বেশী। প্রতিটি ইউনিয়নে তাদের নিজ নিজ পরিষদ চত্তরে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং উৎসব মূখর পরিবেশে উল্লেখিত বাজেট ঘোষণা করা হয়। গত ২৯ মে মঙ্গলবার থেকে শুরু করে ৩১মে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ভিন্ন ভিন্ন সময় ও তারিখে বাজেট ঘোষণা চলে। ইউনিয়ন ভিত্তিক- গোলনা ইউনিয়নে দুই কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৪৯১, ধর্মপাল ইউনিয়নে- এক কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৭৬৫, মীরগঞ্জ ইউনিয়নে- এক কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৪৯৩,শিমুলবাড়ী ইউনিয়নেÑএক কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৬৮৪, কাঁঠালী ইউনিয়নে দুই কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬২৪, খুটামারা ইউনিয়নে- দুই কোটি ৭৮ লাখ ৩ হাজার ৯৯১, কৈমারী ইউনিয়নে- তিন কোটি ১২ লাখ ৯৬ হাজার ৯০৫, শৌলমারী ইউনিয়নে- দুই কোটি ২২ লাখ ৪৮ হাজার ৩৫৩, ডাউয়াবাড়ী ইউনিয়নে-এক কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৮০, গোলমুন্ডা ইউনিয়নে-এক কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৪৭০ ও বালাগ্রাম ইউনিয়নে- দুই কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৭০০ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য-১৪, নীলফামারী-৩, অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার বিভাগ নীলফামারী-আব্দুল মোতালেব সরকার, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহির ইমাম বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সহযোগিতা করেন- উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) জলঢাকা এর প্রকল্প সমন্বয়কারী-কায়কোবাদ হোসেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ,নীলফামারী প্রোগ্রাম ইউনিট। এছাড়াও উপস্থিত ছিলেন- সকল ইউ’পি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ সুুশিল সমাজের ব্যক্তিবর্গ।