বিজ্ঞাপন দিন

জলঢাকায় আশা'র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা ও ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন

আবেদ আলী রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ঋনের পাশাপাশি কাজ করছে বেসরকারি সংস্থা আশা। সংস্থাটির বছরব্যাপী স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে সোমবার দুপুরে আশা ৩নং শাখায় সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা ও ৩দিনব্যাপী থেরাপীক্যাম্পের উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশা জেলা (জলঢাকা) ব্যবস্থাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন, জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, মেয়র পত্নী ইফাত আরা জান্নাত দিশা চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, আশার রিজিওনাল ম্যানাজার সুফিয়া বেগম, ৩নং শাখা ব্যবস্থাপক বজলুল হক বিপিটি (ডিইউ) নিটোর ক্লিনিক ফিজিওথেরাপিষ্ট ডাঃ জান্নাতুল আরাফাত প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে অর্ধশত জন রোগী বিনামূল্যে সেবা দেওয়া হয়।