বিজ্ঞাপন দিন

জলঢাকায় ডিসির মৎস্য ইনোভেশন কার্যক্রম পরির্দশন

সীমান্ত রায় , নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় গতকাল সোমবার দুপুরে মাছের ইনোভেশন কার্যক্রম পরির্দশন করেন জেলা প্রশাসক মোঃ খালেদ রহীম । উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাড়োয়া শিমুলবাড়িতে প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের বাড়িতে ৮টি পুকুরে পোনার সার্বিক মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা পরির্দশন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার , মৎস্য কর্মকর্তা মোঃ মাহামুদুল হাছান প্রমুখ । মৎস্য অফিস সূত্রে পাওয়া তথ্য মতে ,এই কার্যকম মাছের পোনা উৎপাদনের সার্বিক বৃদ্ধি ব্যবস্থাপনা বলে উল্লেখ করেন মৎস্য কর্মকতা মোঃ মাহমুদুল হাসান। তিনি আর বলেন মাছের পোনা দেশের সোনা, গৃহ কর্মকর্তা জাকির হোসেনের এই দৃষ্টান্ত মুলক পদক্ষেপ সফলতা শতভাগ নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন । এই উদ্দ্যেগ এক দিকে যেমন পুষ্টি ও আমিষের চাহিদা পুরন করবে অন্য দিকে ভরংয ভৎু নধহশ এর মাধ্যমে জীবন ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা পালন করবে। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারি গোলাম নবি আজাদ, সেলিম হাসান প্রমুখ।