রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসেবী, দোকানদার ও পথচারীসহ ১৩জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল হতে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃত হলেন,ডোমার সদর ইউনিয়নের চিকনমাটী নাউয়া পাড়ার আব্দুস ছামাদের ছেলে শহিদুল ইসলাম(২৫),দোলাপাড়া গ্রামের নগেন রায়ের ছেলে শুকুমার রায়(২৮),হযরত আলীর ছেলে শাওন(২০),খমির উদ্দন পাড়ার আব্দুর রশিদের ছেলে মমিনুল ইসলাম(১৯), ধনীপাড়ার জিকরুল ইসলামের ছেলে আবু কালাম(১৯),জুম্মাপাড়ার নুরল হক শেখের ছেলে রাশেদুল হক(২৬),ছোটরাউতা গ্রামের দুলাল রায়ের ছেলে চন্দন রায়(২৩),শফিকুল ইসলামের ছেলে শাহিনুর মিয়া(২০),বড় রাউতা থানা পাড়ার শ্রীজামের ছেলে স্বপন চন্দ্র রায়(২৮),বোড়াগাড়ী ইউনিয়নের বাজার এলাকার ইনছান আলীর ছেলে ওমর ফারুক(২৪),
ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার জাভেদ আলীর ছেলে হৃদয়(২০) ও কমল চন্দ্র বর্মনের ছেলে জয় চন্দ্র বর্মন(২২)।আটককৃতদের ১৫১ধারায় শনিবার নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার ডোমার ও ডিমলা সার্কেল জয়ব্রত পাল।