বিজ্ঞাপন দিন

জলঢাকায় রোগী দেখতে এসে নিজেরাই রোগী

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রোগী দেখতে এসে আত্মীয়’র বাড়ীর খাবার খেয়ে প্রায় ২৫ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থ ২৫ জনের মধ্যে ১৮জন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং বাকি ৭ জন নিজ বাড়িতে প্রাথমিক ভাবে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রাজবাড়ী গ্রামে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী গ্রামের সতীশ চন্দ্র বর্মনের ছেলে লাল বাবু বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ীতে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাকে দেখতে আসেন তার আত্মীয়-স্বজন। 

রোগী দেখে দুপুরের খাবার খেয়ে আত্মীয়-স্বজনরা নিজ-নিজ বাড়ী ফিরে গেলে সন্ধ্যার পর থেকে ওইসকল আত্মীয়-স্বজনসহ নিজ বাড়ীর লোকজন সবাই মাথা ঘুর্নিসহ প্রচন্ড ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এ অবস্থায় আতংকিত হয়ে রাত ১১ টার সময় জলঢাকা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসার জন্য ১৮ জন ভর্তি হন। খাদ্যে বিষক্রিয়ার কারনে তাদের এ রকম সমস্যা হয়েছে বলে ধারণা করছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু তাহের। তবে তারা অতিদ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা করছেন।