বিজ্ঞাপন দিন

জলঢাকায় পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদীর খুনিদের শাস্তির দাবী জানিয়েছে জলঢাকা উফেসাপ

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীর হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানিয়েছে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ (উফেসাপ) জলঢাকা ইউনিট। পারিবারিক শত্রুতার জের ধরে নৃশংস হত্যাকান্ডের শিকার ওই নারী সাংবাদিকের আসামীদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। উফেসাপ জলঢাকা ইউনিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবর রহমান মনি, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উফেসাপ সাধারণ সম্পাদক মানিক লাল দত্ত, উফেসাপ সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, দৈনিক মানব জমিনের সাংবাদিক ছানোয়ার হোসেন বাদশা, দৈনিক যুগের আলোর প্রতিনিধি মাইদুল হাসান, সমাজসেবক ও গোলমুন্ডা ইউনিয়নের কাজী মোশাররফ হোসাইন প্রমূখ। বিবৃতিকারীরা অবিলম্বে আসামীদের শাস্তির জোর দাবী জানান।