বিজ্ঞাপন দিন

নীলফামারী ডোমার ৫নং বামুনিয়া ইউনিয়নে নিন্ম মানের চাল বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ পবিত্র ঈদ-ঊল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারী ডোমার উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৫৫ হাজার ২শত ৪১টি দুস্থ/অতিদরিদ্র পরিবার বর্গের সদস্যদের মধ্যে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় ৫নং বামুনিয়া ইউনিয়নে ৩হাজার ৭শত ৯৩টি ভিজিএফ কার্ডে ৭৫.৮৬০ মেট্রিকটন চাল বিতরণ শুরু করেছে ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান (বুলেট)। শনিবার ঐ ইউনিয়নের ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডে চাল দেওয়ার শুরুতেই নি¤œমানের চাল বিতরণ করতে দেখা গিয়েছে। কার্ডধারীদের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরেজমিনে, গেলে দেখা যায়, কেউ পেয়েছে ভাল আবার কেউ পেয়েছে নি¤œমানের চাল, ফলে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনার। ৩নং ওয়ার্ড বামুনিয়া গ্রামের বিশাদু মামুদের ছেলে আলমগীর হোসেন(৩৫) ,দেলোয়ার হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম (২২) ,৪নং ওয়ার্ড থেকে আসা আব্দুস সামদের ছেলে রমজান আলী ও ছামসুল ইসলাম লাবু জানান, যে চাল আমরা পেয়েছি তার ভাত খেতে তেমন একটা সুবিধা পাওয়া যাবে না। এ গুলো মরা-বাসি চাউল। ১নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য স্বপন মিয়া বলেন, মাঝে মধ্যে এ রকম খারাপ চালের বস্তা থাকায় আমি নিজেই ক্ষোভ প্রকাশ করছি। ইউপি চেয়ারম্যান বলেন, আমি চিলাহাটি খাদ্য গুদাম থেকে এ চাল এনেছি , এ ব্যাপারে খাদ্য গুদাম কতৃপক্ষই ভাল জানে। চিলাহাটি খাদ্য গুদাম গেলে , এলএসডি নিত্য নন্দ রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমরা প্রায় ১৫জন মিলারের কাজ থেকে এ চাল সংগ্রহ করেছি। কোন রকম খারপ চাল যেতে পারে না। এছাড়াও ঐ ইউনিয়নের চেয়ারম্যান নিজেই খাদ্য গুদাম থেকে তার পছন্দমত চালের বস্তা বেচে নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি দেখতেছি। নি¤œমানের চালের নমুনা নিয়ে , নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার অবগত করলে তিনি বলেন, সবার শেষে চাল দেওয়ায় এ অবস্থা।