বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলায় ৪৭ তম গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন জলঢাকা বিন্যাকুড়ি বিসি সরকার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারী জেলায় ৪৭ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলায় নারী ফুটবল প্রতিযোগীতায় জলঢাকা উপজেলার বিন্যাকুড়ি বিসি সরকার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।১৫ সেপ্টেম্বর শনিবার সকালে এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহসিন আলী এর সাথে কথা হলে তিনি বলেন, নীলফামারী জেলায় আমার স্কুল চ্যাম্পিয়ন হওয়ায় আমি গর্বিত ও আনন্দিত।শুধু তাই নয় এটা জলঢাকা উপজেলার সকলের গর্ব কেননা ৪৭ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলায় নারী ফুটবল প্রতিযোগীতায় আমার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন হয়েছে।এদিকে গত শুক্রবার ১৪ সেপ্টেম্বর বিকেলে বিন্নাকুড়ি. বি.সি.সরকার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন করেন নীলফামারীর- ৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম বাবু,বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মহসিন আলী,মুহাম্মদ স্বাধীন, মুহাম্মদ আল মোকাররম প্রমুখ।আনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।