বিজ্ঞাপন দিন

জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের ৩ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা এমপি

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের ৩ তলা ভবনের উর্দ্ধমূখী সম্প্রাসারন ভিত্তি প্রস্তর স্থাপন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। ১৫ই সেপ্টেম্বর শনিবার দুপুরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানেরর মাঠ প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোলমারী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ, শৌলমারী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিন ও শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জলঢাকা উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ বেবেকানন্দ মহন্ত, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব ওসমান গনী, কৈমারী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাইদার রহমান মাষ্টার, শ্রমিক নেতা শাহিনুর রহমান, যুবলীগ নেতা লাভলুর রশিদ, ছাত্রলীগ নেতা নলোনী বিশ্বাস জয়, সেচ্ছা সেবকলীগ নেতা নিমাই চন্দ্র রায়, জয় পরিষদ সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ। উক্ত ভিত্তি প্রস্তর ও আলোচনা সভায় বিদ্যালয়টির সকল শিক্ষক/শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অবিনাশ রায়।