বিজ্ঞাপন দিন

জলঢাকায় দেশটাকে পরিস্কার করি দিবস পালিত

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ চারপাশে ময়লা নাই - এমন একটা দেশ চাই , এই প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে এসো দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮ ইং। এ উপলক্ষে ১৫ই সেপ্টেম্বর শনিবার পরিবর্তন চাই সংগঠনের উদ্দ্যোগে পৌর শহরে তিনঘন্টা ব্যাপী পরিস্কার পরিছন্নতার মাধ্যমে দিবসটি পালন করা হয়। অংশগ্রহনকারী সংগঠন গুলো হলো জলসিড়ি, শতফুল ফুটতে দাও সংস্থা, তিস্তা খেলাঘর আসর, পথের আলো, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও স্ট্যার স্পোডিং ক্লাব,। পরিবর্তন চাই সংগঠনের উদ্দ্যোগে স্থানীয় জিড়ো পয়েন্ড মোড়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা কমান্ডার আজিজুল হাকিম সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। এ সময় বক্তব্য রাখেন তিস্তা খেলা ঘরের সাংবাদিক আবেদ আলী, সম্মিমিল সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অবিনাশ রায়, শতফুল ফুটতে দাও সংগঠনের সভাপতি আব্দুল মালেক, পথের আলো সংগঠনের বিধান চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের নুরুনবী রহমান, সুমন সরকার প্রমুখ। পরিস্কার পরিছন্নতা শেষে ইউএনও কে স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।