বিজ্ঞাপন দিন

জলঢাকা বাপাউবো কলোনিতে " তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন”-এর মাসিক সভা অনুষ্ঠিত

জল ডেস্ক : আজ বুধবার বাংলাদেশের সর্ববৃহৎ সম্পুরক সেচ প্রকল্প “তি¯তা ব্যারেজ প্রকল্প”-এর সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা ত্বরান্বিত করতে জলঢাকা বাপাউবো কলোনিতে " তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন”-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব মিরাতুর রহমান চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর জোনের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জনাব আব্দুল হাকিম আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা জনাব অমলেশ চন্দ্র রায়, ডালিয়া বাপাউবো সম্প্রসারণ কর্মকর্তা জনাব রাফিউল বারী ও নীলফামারী বাপাউবো-এর সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোতাহার হোসেন। সভার বিষয়ে জানতে চাইলে ফেডারেশনের সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান বলেন যে,
" তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন" তিস্তা ব্যারেজ প্রকল্পে ২৩০ টি পানি ব্যবস্থাপনা দল, ৩৮ টি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সমন্বয়ে স্ষ্ঠুু সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি খরা পিরিত এ অঞ্চলে কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি, (১) " তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রতিটি সেচ খাল পূনঃনির্মান করে সম্পুর্নরূপে সেচের উপযোগী করা; (২)“তি¯তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন”-এর জন্য অত্যাধুনিক “হলরুম,কৃষক ট্রেনিং সেন্টার, গেষ্ট হাউস সহ অফিস” নির্মান; (৩)" তিস্তা ব্যারেজ প্রকল্প”-এ ৩৮ টি “পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন”-এর প্রত্যেকটির জন্য একটি করে “চাষি ক্লাব” নির্মান; (৪) “তি¯তা ব্যারেজ প্রকল্প”-এ একটি আধুনিক কৃষি সম্প্রসারণ ট্রেনিং সেন্টার স্থাপন; (৫) মহিপুর কৃষি খামারকে আধুনিক কৃষি গবেষণাগারে পরিণত করা; ইত্যাদি দাবি আদায়ে সংশ্নিষ্ট সকলের সহযোগীতা করার আহবান জানান।