বিজ্ঞাপন দিন

জোট মহাজোট নয়, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে, নীলফামারী জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে - মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি: ৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে। এই শ্লোগান কে সামনে রেখে অনুষ্ঠিত হলো নীলফামারী জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রতয়ে সারা দেশের ন্যায় মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষে নীলফামারী জেলায় জাতীয় পাটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্টিত হয়। সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমী হলরুমে জেলা জাতীয় পাটির আয়োজনে, আলহাজ্ব শওকত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় পাটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জোট-মহাজোট নয়, জাতীয় পাটি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করে সরকার গঠন করবে। জাতীয় পাটিকে ক্ষমতায় দেখতে চাইলে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে, দলকে শক্তিশালী করতে হবে। মনোনয়ন চাইলে হবে না, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে। জাতীয় পাটির ৯ বছরের শাসন আমলের জেলা ও উপজেলা পরিষদ হয়েছে। রাস্তা ঘাট, কালভাট ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সব উন্নয়ন তুলে ধরতে হবে। 

তিনি আরো বলেন, জাতীয় পাটির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্র নায়ক হুসাইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোট গঠন করা হবে। আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি হবো না। জাতীয় পাটি জোটে যাবে না, জোট করতে হলে জাতীয় পাটির নেতৃত্বে জোট গঠন করা হবে। জাতীয় পাটিকে ক্ষমতায় আনতে হলে, এ সব কথা জনগণের কাছে তুলে ধরতে হবে । বক্তব্য শেষে তিনি, জেলার ছয়টি উপজেলার নেতাকর্মীদের মতামতে আলহাজ্ব শওকত চৌধুরীকে সভাপতি ও এ কে এম সাজ্জদ পারভেজ কে সাধারণ সম্পাদক পূনরায় প্রকাশ করেন। এ ছাড়াও নীলফামারী -১ আসনের সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী সিনিয়র সহ-সভাপতি, নীলফামারী -৩ আসনের সাবেক সাংসদ কাজী ফারুক কাদের সহ-সভাপতি এবং বজলার রহমান কে সাংগঠনিক সম্পাদক হিসাবে নাম প্রকাশ করে চূড়ান্ত কমিটি ঘোষণা করেন। 

একে এম সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী -১ আসনের সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী -৩ আসনের সাবেক সাংসদ কাজী ফারুক কাদের, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক আহম্মেদ সফি রুবেল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পাটির সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, হাজী আব্দুর রাজ্জাক সদস্য কেন্দ্রীয় কমিটি, জলঢাকা উপজেলা জাতীয় পাটির সভাপতি আব্দুল কাদের বুলু চৌধুরী, উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মন্জু।