বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুস্থদের মাঝে মাংস বিতরণ

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার রাবেতা আল আলম ইসলামী (IIRO) এর কোরবানির মাংস প্রায় ২০ হাজার হত দরিদ্রর মাঝে বিতরণ করেছে। ইন্টারন্যাশনাল ইসলামী রিলিপ অর্গানাইজেশন (IIRO)) ঈদের দিন থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার পটিবুনিয়া শফিউল্লাহ ঘাটের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিতদের মাঝে এ মাংস বিতরণ করা হয়। কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ আনোয়ার হোসেন বলেন, দুস্থদের মাঝে এ মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাবেতা আল আলম আল ইসলামী (IIRO) বাংলাদেশ অফিসের পরিচালক গাজী মাস্তুর হামিদ আল রোসাইমি প্রতিষ্ঠানটির সৌদি আরব জেদ্দা হেড অফিসের পক্ষে আলহাজ্ব দাউদ সোলায়মান ইব্রাহিম প্রতিনিধি ওমর মাহাদী, গণসংযোগ কর্মকর্তা আলহাজ্ব আব্দুল বারি, সেক্রেটারী শাহিনুর আলম, নারায়নগঞ্জ সিটি প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান, বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন, রংপুর তুলসীরহাট বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি গোলাম হাসান, এতিম বিভাগের পরিচালক গোলাম উল্লাহ ও নুর মোহাম্মদ আরমান। সংস্থাটি এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রি দিয়ে থাকেন বলে জানান, ডাঃ আনোয়ার হোসেন।