বিজ্ঞাপন দিন

ডোমারে একই স্থানে আওয়ামীলীগের দু-প্রার্থীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন


রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে একই স্থানে আওয়ামীলীগের বর্তমান সাংসদ ও এক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর অনুষ্ঠান নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই স্থানে দু’পক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় সোমবারের ফুটবল ফাইনাল খেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা গেছে,ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা মহেশলালা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২২ অক্টোবর) আব্দুল হাকিম ভ’ট্টু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। ফাইনাল খেলায় নীলফামারী-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সরকার ফারহানা আকতার সুমিকে প্রধান অতিথি করে আমন্ত্রনপত্র বিলি করেন পাঙ্গা বন্ধু একতা সংঘ। অপর দিকে একই মাঠে একই সময়ে নীলফামারী-১ আসনের বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে প্রধান অতিথি করে কর্মীসভার ঘোষনা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছার রহমান দুলাল। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফলে উপজেলা প্রশাসন ওই মাঠে দু’পক্ষেরই অনুষ্ঠান বন্ধ করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান,একই স্থানে দু’পক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষকে আমরা নিষেধ করেছি এবং অনাকাংখিত ঘটনা এড়াতে সকল অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যেকোন সময় সংঘর্ষ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য যে, ইতিপূর্বেও ওই দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে ডিমলা উপজেলায় সংঘর্ষ বাঁধে এবং ডিমলা থানায় দুটি মামলা দ্বায়ের হয়।