বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৩য় বর্ষ পূর্তিতে আলোচনা সভা ও সংবর্ধনা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : সত্য ও সঠিক তথ্যের সন্ধানে সর্বদা নিবেদিত রিপোটার্স ইউনিটি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা হল রুমে ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান করেছেন কিশোরগঞ্জ রিপোটার্স ইউনিটি। এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন,মূখ্য আলোচক উপজেলা নাগরিক কমিটির সাধারন সম্পাদক,শরিফুল ইসলাম সাজু,উপজেলা নির্বাহী অফিসার,আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন কিশোরগন্জ রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ও জনগনের বার্তা পত্রিকার সম্পাদক,সাংবাদিক বাদশাহ্ আলমগীর, থানা অফিসার ইনচার্জ (তদন্ত), মফিজুল ইসলাম, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দীকী দুলাল,সাধারন সম্পাদক, আল-আমিন,জেলা ইউনিটি নেতা, সদস্য আব্দুল মালেক, সাইফুল ইসলাম মানিক ও জলঢাকা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক কমিটির উপদেষ্টা রোকছানা হক সাথী, সাংবাদিক রউফুল আলম, রিপোর্টার্স ইউনিটিতে সদ্য যোগদানকারী দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার কাওছার হামিদ। সংবধর্না শেষে ৬ টি উপজেলার সাংবাদিকদের উপস্থিতি মিলন মেলায় আলোকিত করে পুরো পরিবেশকে। আর বিশেষ বিশেষ অবদানের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নীলফামারী জেলার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন কে সংর্ধ্বনা ক্রেস্ট তুলে দিচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। দৈনিক দাবানাল পত্রিকার স্টাপ রিপোর্টার কাওছার হামিদ রিপোর্টার্স ইউনিটিতে সদ্য যোগদান করায় ফুল দিয়ে বরণ করেছে জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।