বিজ্ঞাপন দিন

মনোনয়নের ব্যাপারে নিশ্চিত না হলেও পোষ্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে শহর

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের এখনও দুমাস বাকি থাকলেও এরইমধ্যে নীলফামারী- ৩ (জলঢাকা) সংসদীয় আসনে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে ঈদ ও পুজা সহ নানান দিবসকে উপলক্ষ করে নিজ নিজ দলের মনোনয়ন প্রত্যাশীদের পোষ্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে জলঢাকা পৌর শহর। শুধু শহরই নয় একই অবস্থা গ্রাম গুলোতেও লক্ষ করা গেছে। এদের মধ্যে অনেকেই মনোনয়নের ব্যাপারে নিশ্চিত না হলেও তারা গণসংযোগ সহ নানান ভাবে নিজেদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাশীরা গ্রামে গিয়ে জনসমর্থন বৃদ্ধির জন্য উঠান বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করছেন ভোটারদের সাথে এবং কৌশলগত ভাবে নিজেকে পরিচিত ঘটাতে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে তাদের পোষ্টার আর বিলবোর্ড ঝুলিয়ে দিচ্ছেন। এদের মধ্যে অন্যান্য দলের চেয়ে জাপার অতিথি মনোনয়ন প্রত্যাশীর সংখ্যায় বেশি বলে জানান ভিন্ন ভিন্ন দলের সমর্থকরা। মনোনয়ন প্রত্যাশীরা দলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষে নেয়ার জন্য গ্রুপিং লবিং সহ মনোনয়ন পেতে নিজ নিজ দলের কেন্দ্রীয় পর্যায়ের প্রথম সারির নেতাদের সাথে অব্যাহত রেখেছেন যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের হোটেল-রেস্তেরাগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা যাচাইয়ে আলোচনা-সমালোচনার ঝড়ের পাশাপাশি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে এখন সবখানেই। আসলে কে হবেন আসনটি উন্নয়নের কান্ডারী এখন সেটাই দেখার অপেক্ষা।