বিজ্ঞাপন দিন

দেশের ৬টি স্কুলের ১৫১৪ শিক্ষার্থীর মাঝে আন্তর্জাতিক ইসলামী ত্রাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ রংপুর সহ দেশের ৬টি স্কুলের ১৫১৪ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ইউনিফর্ম সহ বিভন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আন্তর্জাতিক ইসলামী ত্রাণ সংস্থা (আই,আই,আর,ও) বাংলাদেশ অফিসের নিজস্ব অর্থায়নে পরিচালিত ওই স্কুল গুলোতে প্রায় সপ্তাহ ধরে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্কুল ৬টি হলো রংপুর তামিরুল মিল্লাত স্কুল, খুলনা আলফালাহ একাডেমি স্কুল, ঢাকা মিরপুর -১০ ওসমানীয়া স্কুল, মিরপুর - ১২ দারুস সালাম স্কুল, নারায়ণগঞ্জ আদমজী উম্মুল কোরা -১ স্কুল ও উম্মুল কোরা- ২ স্কুলের মোট ১৫১৪ ছাত্রছাত্রীদের মাঝে এসব উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী ত্রাণ সংস্থা (আই, আই, আর,ও) এর কান্ট্রি ডিরেক্টর গাজী মাস্তুর হামিদ আল ওসাইমী, প্রধান হিসাব রক্ষক নাছরুদ্দিন বাকির, শিক্ষা বিভাগের সুপার ভাইজার আব্দুল হালিম, ইয়াতিম বিভাগের সুপার ভাইজার গোলাম উল্লাহ্ ও নারায়ণগঞ্জের আমদজী পৌরসভার প্যানেল মেয়র - ২ মতিয়ার রহমান, ওই পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ। উল্লেখ্য প্রতি শিক্ষার্থীকে ২ সেট স্কুল ড্রেস, ১টি স্কুল ব্যাগ, ১টি জ্যামিতি বক্স ও ১ সেট করে কালার পেন্সিল দেওয়া হয়।