বিজ্ঞাপন দিন

জলঢাকায় শারদীয় দুর্গাপূজার শেষদিন মনোনয়ন প্রত্যাশীদের পুজা মন্ডপ পরিদর্শন

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে চলছে নির্বাচনী আমেজ। উপজেলাটিতে সরকারি হিসেব মতে পূজা মন্ডপ তৈরি হয়েছে ১৭০ টি। প্রতিদিন মন্ডপগুলো দেখতে ভীড় জমান সব শ্রেণীর মানুষ। আর এ সুযোগে নীলফামারী - ৩ (জলঢাকা) সংসদীয় এ আসনের মনোনয়ন প্রত্যাশীরা মটরসাইকেল শোডাউন নিয়ে মন্ডপে মন্ডপে গিয়ে নিজেদের ভিন্ন - ভিন্ন রুপে উপস্থাপন করেন। আ. লীগের মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরাও ঘুরে বেড়ান মন্ডপগুলোতে । নিজ এলাকায় অবস্থান করে সার্বক্ষনিক যোগাযোগ রেখেছেন প্রতিটি পুজা মন্ডপে স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। তিনি বিভিন্ন পুজা মন্ডপে গিয়ে সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকার জন্য আবারও ভোট প্রার্থনা করেন। এদিকে উপজেলা আ. লীগের সভাপতি আনছার আলী মিন্টু ও সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর পৃথক পৃথকভাবে পূজা মন্ডপ পরিদর্শন করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘুরে হিন্দু ধর্মের ভোটারদের সাথে মনোনয়ন প্রত্যাশীরা পেয়েছেন শুভেচ্ছা বিনিময়ের সুযোগ। শুধু জাতীয় সংসদ নির্বাচনেই নয়। পৌরসভার মেয়র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলুসহ আরোও অনেকেই আগাম তাদের ভোট প্রার্থনায় দোয়া চেয়ে চষে বেড়ান মন্ডপ গুলোতে। বৃহস্পতিবার দিনভর মন্ডপে মন্ডপে ঘুরে দেখা যায়, অন্যান্য মন্ডপে চেয়ে ব্যতিক্রম ঘটেছে উত্তর চেরেঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে। সেখানে আড়তি প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকারীকে টিভি এবং সহ অন্যান্যদের জন্য আরও বিভিন্ন পুরুস্কার ঘোষণা করেছেন মন্ডপটির পৃষ্ঠপোষক রিপন বিশ্বাস। এছাড়াও জলঢাকার কেন্দ্রীয় দুর্গা মন্দির ও পৌর মৎস্য ব্যবসায়ী বারোয়ারী দুর্গা মন্দিরে আড়তি দেখতে আসা লোকদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। এবারে উপজেলাটির পুজা মন্ডপগুলোকে বর্নিত সাজে সজ্জিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যাবস্থা করেছে জোড়দার। প্রতিটি মন্ডপে পুলিশের সাথে দায়িত্ব পালন করছে আনছার -ভিডিপির সদস্যরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অব্দি চলে আরতিসহ বিভিন্ন অনুষ্ঠান মন্ডপগুলোতে। সবসময়ই দলের সম্ভাব্য প্রার্থীরা মন্ডপগুলোতে ভীড় জমায়। অনেকেই নগদ অর্থ ও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চলে যান । সব মিলিয়ে উপজেলাটিতে নির্বাচনী উৎসবে মেতে উঠেছে এবারের দুর্গা পূজায়।