বিজ্ঞাপন দিন

নীলফামারীতে দরিদ্র মেধাবীদের উপবৃত্তি দিলো আরডিআরএস

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দরিদ্র ৩৫ শিক্ষার্থীকে উপবৃত্তি দিয়েছে উন্নয়ন সংস্থা আরডিআরএস। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বারইপাড়স্থ সংস্থাটির প্রশিক্ষণ কেন্দ্রে সুবিধাভোগীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস’র ক্ষুদ্র ঋণ কর্মসুচীর পরিচালক গৌতম চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নীলফামারী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার।আরডিআরএস নীলফামারী অফিসের স্কুল ফিডিং প্রকল্পের সমন্বয়কারী আনন্দ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সমন্বয়কারী গোলাম মোস্তফা। এছাড়া সুবিধা ভোগিদের মধ্যে ডিমলা উপজেলার দ্বাদশ শ্রেনীর ছাত্রী মুমু আকতার, সৈয়দপুর উপজেলার সাদিয়া পারভিন ও ডোমার উপজেলার অবিভাবক শিল্পি রানী রায় এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৬ জন, জুনিয়র স্কুল সার্টিফিকেটে ৩ জন এবং উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ২৬ জনের মাঝে উপবৃত্তির টাকার চেক হস্তান্তর করা হয়। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসুচীর পরিচালক গৌতম চন্দ্র হালদার জানান, ২০১৭ সালে অনুষ্ঠিত পিএসপি, জেএসসি এবং এসএসসিতে ভালো ফলাফল করায় উপবৃত্তির টাকা প্রদান করা হয়। উপবৃত্তিপ্রাপ্তরা আরডিআরএস’র ক্ষুদ্র ঋণ কর্মসুচীর সদস্যদের সন্তান। তিনি জানান, ২০১৩ সাল থেকে পিকেএসএফ’র সহযোগীতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দেয়া হচ্ছে। পিএসসি পর্যায়ে ২ হাজার, জেএসসি ২৫০০ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১২হাজার করে টাকা দেয়া হয় অনুষ্ঠানে।