মানিক লাল দত্ত জলঢাকা (নীলফামারী):
নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী হাই স্কুলে শুক্রবার বৈদিক সংঘরের গীতা ক্লাসের ছাত্র/ছাত্রীদের মাঝে গীতাঞ্জলী বিতরণ করলেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত)বিশ্বদেব রায়, ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, নেতা অবিনাশ রায়, উদ্যাক্তা পরবানন্দ মেম্বার, ইউনিয়ন হিন্দু মহাজোটের সভাপতি গোপাল চন্দ্র রায় জয়ন্ত , গীতা ক্লাসের আশ্চর্য প্রফুল্ল রায়, বিশ্বনাথ রায়, লননী রায়।
বিকাশ রায়ের পরিচালনায় সভাপতিত্ব করেন অরুন রায়। পরে গীতাঞ্জলী বিষয়ক আলোকপাত কারা হয়।