বিজ্ঞাপন দিন

জলঢাকায় এক প্রধান শিক্ষকের অনিয়মিতর কারনে ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা

ফরহাদ ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় এক প্রধান শিক্ষকের অনিয়মিতর কারনে ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ভেঙ্গে পড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম চেরেঙ্গা ঝাড়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ১৯৯২ সালে স্হাপিত এবং ২০০২ সালে এমপিওভুক্ত হয় বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে খাতা কলমে ১২০ জন শিক্ষার্থীর কথা বলা হলেও বাস্তবে তা অনেক কম।শিক্ষা মন্রনালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষকদের সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও তা মানছেন না চেরেঙ্গা ঝাড়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ রায়সহ সহকারী শিক্ষকরা। এদিকে প্রধান শিক্ষকের অনুপস্থিতির সুযোগে সহকারী শিক্ষকরাও চলছেন নিজ ইচ্ছা মত। বিদ্যালয় খোলা থাকাকালীন সময় বন্ধ রাখায় একাধিকবার ওই প্রধান শিক্ষককে মৌখিক ও কারন দর্শানোর নোটিশ দিয়ে সতর্ক করা হলেও কোনও প্রতিকার হয়নি। ফলে দিন দিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও জমি সংক্রান্ত সমস্যা,প্যাটার্ন বহির্ভূত শিক্ষক নিয়োগ,অবকাঠামোর সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে বিদ্যালয়টিতে। গত ২৭ অক্টোবর শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,৩টি শ্রেণী কক্ষে এবং ৩ টি শ্রেণীতে মোট ৪০ জন । এর মধ্যে ষষ্ঠতে১২ জন,সপ্তমে ৫ জন এবং অষ্টম শ্রেণীতে ২৪ জন শিক্ষার্থী । প্রধান শিক্ষকের এরকম অনুপস্থিতির বিষয়ে ইতিপূর্বে বিদ্যালয়ে কয়েকবার মিটিং করে সতর্ক করলেও তা মানেননি বলে জানান,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনজিৎ কুমার। এ বিষয়ে প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় তার বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে সকল বিষয়ে প্রধান শিক্ষককে কারন দর্শানোর চিঠি প্রদান করা হবে বলে জানান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।