বিজ্ঞাপন দিন

নীলফামারীতে গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

আব্দুল মালেক; নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গরীব অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। জেলার বিভিন্ন স্থান থেকে ১৭ জন গরীব অসহায় মেধাবী ছাত্র/ছাত্রীদের ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ২২ অক্টোবর সকালে জেলা পরিষদ চেয়ারম্যান অফিস কক্ষে চেক বিতরণ কালে উপস্থিত ছিলে, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুল কবী, জেলা পরিষদেের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান-২ , মোঃ আলী হোসেন, সদস্য অধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল, সদস্য সাইদার রহমান এ্যাপোলো ও সদস্য শামীম চৌধুরী প্রমূখ । চেক তুলে দেওয়ার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের নতুন সপ্ন । শিক্ষা জীবন একটা কঠিন সময় । জীবনের এই কঠিন সময়কে পার জন্য পিতা মাতারা সন্তানদের জন্য কষ্টে জীবন যাপন করে , যা প্রত্যেকটি সন্তান উপলব্ধি করে । কিন্তু তারপরও কেন যে তারা বাবা মাকে কষ্ট দেয় । বাবা-মা, সন্তানদের জীবন চলার শিকড়। তাই শিকড়ের যত্ন নিও, কষ্ট দিওনা।