বিজ্ঞাপন দিন

জলঢাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন এমপি পত্নী মার্জিয়া সুলতানা

মানিক লাল দত্ত জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় শনিবার উপজেলার কৌমারী ইউনিয়নের বালাপাড়া গ্রামে গতকালের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে সহায়তা প্রদানের জন্য চাল, ডাল,শীতবস্ত্র সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও তৈজসপত্র নিয়ে উপস্থিত হন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তাফার সহধর্মিণী ও নীলফামারী জেলা যুবলীগের সহ-সভাপতি মার্জিয়া সুলতানা। তিনি ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া ঘরবাড়ীগুলো ঘুরে ঘুরে দেখেন এবং উপস্থিত এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ক্ষতিগ্রস্তরা এমপি পত্নীকে কাছে পেয়ে আবেগআপ্লুত হন, মিসেস মার্জিয়া সুলতানা ক্ষতিগ্রস্তদের বিভিন্ন অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জলঢাকা পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক লাভলু রশিদ,বড়ভিটা আওমীলীগের সাঃ সম্পাদক ইউনুছ আলী, সেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, তাতীলীগ সভাপতি হাসানুজ্জামান,এমপির পিএ সোহেল রানা, রবিউল ইসলাস, কৈমারী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মানিক মেম্বার,এইচ এম রায়হান প্রমুখ