বিজ্ঞাপন দিন

জলঢাকা থানা পুলিশের ব্রিফিং পালাবি কোথায় !

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখতে পাওয়া যায় বিভিন্ন অপরাধমুলক কান্ডের নানান খবর। তবে বিষয়টি সমাধান হতে এমনকি এমপি মন্ত্রী পর্যন্ত হয়রান হন এ রকম ও খবর রয়েছে। নীলফামারীর জলঢাকা থানা পুলিশ বিষয়টিকে এখন উল্টো দিকে নিয়েছে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা। এমনকি মাদক ,জুয়া,চুরি,ছিনতাই বন্ধে হুশিয়ারি সংকেত দিয়েছেন উপজেলার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। তিনি পুলিশকে সক্রিয় ভুমিকা পালন করতে সকলকে বলেছেন পুলিশ নামের শব্দটির ব্যাখ্যা এবং সেটাই করতে হবে তোমাদের। রাজনৈতিক অস্থিরতা পারিবারিক দ্বন্দ্ব মামলা মোকদ্দমা চুরি ছিনতাই, নারী নির্যাতন, ডাকাতি এসব মামলায় ও সজাগ হতে হবে সকলকে। থানা পুলিশের উদ্দেশ্যে রোববার একথাই বললেন, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। অপরাধ একটি মরণব্যাধি সেই ব্যাধিটিকে আক্রমন করে ঘায়েল করাই পুলিশের কাজ। তাছারা জমি সংক্রান্ত জটিলতায় বেশির ভাগ মামলা থানায় আসে। সেগুলোকে খুব সহজেই সমাধানের পন্থা করে দেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। 

একথা বলেন,তারই থানার সাব-ইন্সপেক্টর বদরুদ্দোজা । এস আই রহিম ও এস আই বিল্লাহ্ বলেন, সরেজমিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে আমরা ২৪ ঘন্টা ডিউটি করি ও সকল খোজ খবর রাখি নেতা কর্মি সহ সাধারণ মানুষের । আমাদের কাছে অভিযোগ এলে আমরা তদন্ত ছাড়া তা কখনো গ্রহন করি না। জনসাধারণের সেবা মূলক কাজে পুলিশের অবস্থান একদম শক্ত। এ বিষয়ে অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদ উন নবী জানান,পুলিশের ভূমিকায় একমাত্র সমস্ত চিত্র বদলে দিতে পারে সততার মধ্য দিয়ে । আমরাও পারব চেষ্টা করছি আগামী নির্বাচন পর্যন্ত কোনো অপরাধী পালিয়ে যেতে পারবেনা।