বিজ্ঞাপন দিন

ডোমারে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূত ১০লাখ টাকার ক্ষতি

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে এক অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পুর্ন ভস্মিভূত হয়ে ১০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়,গোলাম রব্বানীর ঔষধের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় আশপাশের আরো ৭টি দোকান ঘড় সম্পূর্ন ভস্মিভূত হয়।ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন-রাজু ইসলাম(টেইলার্স ও কাপড়)নজরুল ইসলাম(কাঁচামাল),গোলাম রব্বানী(ঔষধ), মোক্তার হোসেন(চাউল),নুরনবী(মুদি দোকান),আব্দুল হক(ঔষধ),মানিক ইসলাম(ঔষধ) ও সাইদুল ইসলাম(ওয়ার্কসপ)।এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদ আলী, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান রাতেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। বুধবার ক্ষতিগ্রস্থদের তালিকা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারীভাবে কোন সহায়তা দেয়া হয়নি।