বিজ্ঞাপন দিন

ডিমলায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পথসভা

আব্দুল মালেক নীলফামারী প্রতিনিধি- নীলফামারী ডিমলা উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম সাহিন এর পথসভা যেন জনসমুদ্র পরিনিত হয়েছে। ১১ অক্টোবর বিকালে পন্ডিতপাড়া মাঠ প্রাঙ্গনে সমাজ সেবক আব্দুর রহিম এর সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ০৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা করলে, পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারের সংখ্যায় অধিক, যার দরুন পথসভাটি জনসমুদ্রে পরিনত হয়। এ পথসভায় চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম সাহিন বলেন, আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে, একটানা ১৩ বছরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি । আমার নির্বাচনী এলাকা টেপাখড়িবাড়ী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আপনাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ কালভার্ট নির্মাণ ও রাস্তা সংস্কার , বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা এবং দালাল ছাড়াই হতদরিদ্রদ্রের মাঝে ভিজিএফ, ভিজিডি, জি,আর ত্রাণ বিতরন করেছি। মামলা মোকদ্দমার বিষয়ে যা কিছু হয়েছে তা আমার ইউনিয়ন পরিষদে আপোষ-মীমাংসা করার চেষ্টা করেছি। আমার স্বাক্ষর নিতে কাউকে হয়রানি হতে হয়নি । এছাড়াও তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভোটারদের মাঝে আলোকপাত করেন । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি পুনঃরায় আনারস প্রতীকে আগামী ২১ অক্টোবর ০১টি করে ভোট দাবী করেন । তিনি আরও বলেন, মানুষ মাত্রাই ভূল প্রবন, ভূলের উর্দ্ধে কেউ নই । আমার চলারপথে আচার-আচরনে যদি কোন ভূল-ক্রুটি হয়ে থাকে, তাই অতীতের সকল প্রকার ভূল ভ্রান্তিকে ভূলে গিয়ে আমাকে আবারও আপনাদের খেদমত করার সুযোগ দিন। অন্যান্যদের মধ্যে পথসভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবক আলমগীর কবির , এনামুল হক ও ফরিদার রহমান প্রমুখ।