বিজ্ঞাপন দিন

ঢাকায় ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন

মর্তুজা ইসলামঃ বুধবার সন্ধায় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, কালব ভবন ঢাকায় তিনদিনব্যাপী ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয় । এই প্রশিক্ষণে সারাদেশ থেকে ৯টি সমিতির ৩২জন সদস্য অংশগ্রহণ করে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর আয়োজনে ইয়াং চার্লস হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। কালব এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রোমেল এইচ ক্রুশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন কালব এর চেয়ারম্যান জোনাস ঢাকি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর এ্যাডভাইজার সাবেক সচিব ও সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হুমায়ুন খালিদ প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন কালব এর ভাইসচেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সেক্রেটারি এমদাদ হোসেন মালেক, সিনিয়র ম্যানেজার, ট্রেনিং এণ্ড কনসালটিং আব্দুল মান্নান, সিনিয়র ম্যানেজার, ইন্টারন্যাশনাল ডেস্ক ও ফা ই ফা ভিনসেন্ট চিসিম ও জুনিয়র অফিসার, ট্রেনিং এণ্ড কনসালটিং জাকির হোসেন।