বিজ্ঞাপন দিন

সংবাদ প্রকাশের পর বিএসটিআই’র অভিযান ॥ জলঢাকায় দুই পেট্রোলপাম্পকে জরিমানা

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ওজনে কম দেওয়ার অপরাধে দুই পেট্রোলপাম্পকে মোবাইল কোেের্টর মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা ও ভেজাল প্রতিরোধে পাম্পগুলো থেকে নমুনা সংগ্রহ করেছেন বিএসটিআই কর্তৃপক্ষ। জরিমানাকৃত পেট্রোলপাম্পগুলো হলো উপজেলার টেংগনমারীতে অবস্থিত মেসার্স সুমাইয়া ফিলিং স্টেশন ও চিড়াভিজা গোলনায় মেসার্স হামিদা ফিলিং স্টেশন। জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় গত বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। এ সময় উপস্থিত ছিলেন,বিএসটিআই অফিসার দেলোয়ার হোসেন,ফিল্ড অফিসার মিঠুন কবিরাজ প্রমুখ। কেরোসিন মিশ্রিত ভেজাল জ্বালানি তেল রোধে উপজেলার সকল পেট্রলপাম গুলো থেকে নমুনা টেস্টিং এর জন্য তেল জব্দ করেন বিএসটিআই কর্তৃপক্ষ। উল্লেখ্য,গত ১৬ অক্টোবর দৈনিক ‘‘কালবেলা’’ পত্রিকাসহ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘‘জলঢাকা নিউজ’’ এ ‘‘জলঢাকায় পেট্রোল পাম্পগুলোতে ভেজাল তেলে সয়লাভ, কর্তৃপক্ষ নিরব ” এই শিরোনামে সংবাদটি বিএসটিআই কর্তৃপক্ষের নজরে আসলে তারা এ অভিযান চালান।