বিজ্ঞাপন দিন

"অসহায় দুস্থ শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করলো দাতা সংস্থা ডিসিআই এর কানাডা চ্যাপটার"

রবিউল ইসলাম রাজ, সংবাদদাতা জলঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর বাস্থবায়ন সংস্থা রাইটার্স এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এর সহযোগিতায় সানচাইল্ড 'স্পন্সর শীপ প্রোগ্রাম' এর আওতায় দুস্থ শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে দাতা সংস্থা ডিসিআই এর কানাডা চ্যাপটার। এ উপলক্ষে গত ২২ অক্টোবর বিকাল ৩টায় কেরাণীগঞ্জ উপজেলার হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও অনুষ্ঠানের মাধ্যমে ৯২ জন দুস্থ শিশুদের হাতে উপকরণগুলো তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সান চাইল্ড 'স্পন্সর শীপ প্রোগ্রাম ম্যানাজার রাজেন কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিসিআই কানাডা চ্যাপটারের ডিরেক্টর শহিদুল হক খন্দকার।বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী সাজেদুন নাহার,হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহবুব আলী,সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিআই কান্ট্রি কো অরডিনেটর সালমা কাদির,আর এস সি প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার হুমায়ুন কবীর রোহান এবং ডিসিআই আরএসসি অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ। উল্লেখ্য, অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দ প্রোগ্রাম ম্যানাজার রাজেন কুমার সাহা এর সাথে প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। 

পরে ডিসিআই এর 'সানচাইল্ড স্পন্সরশীপ' প্রোগ্রামের প্রকল্প এলাকা ঘুরে সুবিধাভোগী পরিবার সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এবং তাদের সুবিধা অসুবিধার খোজ খবর নেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ৪২ জন নতুন দুস্থ শিশুদের এ প্রোগ্রামের আওতা ভুক্ত করা।পরবর্তীতে আরও নতুন দুস্থ শিশুদের এই প্রোগ্রামের আওতায় আনা হবে বলে ডিসিআই কানাডা চ্যাপটার জানায়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের সভাপতি। এবিষয়ে প্রোগ্রাম ম্যানাজার রাজেন কুমার সাহা বলেন,শিক্ষা ব্যবস্থার মান চলোমান রাখতে অসহায় দুস্থ শিশুদের আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। বিশেষ করে ঝড়ে ও পিছিয়ে পড়া শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করাই আমাদের সংস্থার মুল লক্ষ্য।