বিজ্ঞাপন দিন

ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরন

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। রবিবার ২৮অক্টোবর সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে কৃষিবিদ মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সন্ধ্যা রানী,কৃষি সম্প্রসারন অফিসার সাদেকুজ্জামান,হাসিনুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার আঃ জলিল,সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ নাজমুল হক প্রমুখ ।আলোচনা শেষে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তর থেকে বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪২০ জন চাষীর মাঝে জনপ্রতি ডিএপি ২০ কেজি,এমওপি ১০ কেজি,শরিষা বীজ ১ কেজি বিতরন হয়েছে ও পর্যায়ক্রমে গম বীজ জনপ্রতি ২০ কেজি ১০৯৫ জন চাষী,বিটি বেগুন বীজ ২০ গ্রাম করে ৫ জন চাষী,ভুট্টা ২ কেজি করে ২৫০ জন চাষী,মুগ ডাল ৫ কেজি করে ২২৫ জন চাষীকে বিনামূল্যে বিতরন করা হয়েছে।