বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১৭০ টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি সম্পন্ন

আবেদ আলী জলঢাকা রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলাটিতে এবার ১৭০ টি মন্ডপে আসন্ন শারদীয় দূর্গা পূজা পালন করবে সনাতন ধর্মাবলম্বীর পরিবারগুলো। আসন্ন এই উৎসব যাতে নিবিগ্নে উদযাপন করতে পারে সে জন্য উপজেলা প্রসাশন সব রকম প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি মন্ডপে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই চিত্র। এ উপলক্ষে বুধবার সকালে এক মতববিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমারের সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আ "লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) জ্যোতিষ চন্দ্র সরকার, সেক্রেটারী অনিল কুমার রায়, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক। এদিকে হিন্দু ধর্মাবলীম্বদের সর্ববৃহৎ এ উৎসব পালন করার জন্য নিরলস কাজ করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। এবিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সমন্বয়ক অবিনাশ রায় বলেন আসন্ন শারদীয় দূর্গা উৎসব যাতে সার্বজনীন ও নির্বিগ্নে পালন করতে পারি সেদিকে লক্ষ রেখে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, উপজেলাটিতে দূর্গা উৎসব যাতে প্রাণের উৎসবে পরিণত হয় সেদিক খেয়াল রেখে সবরকম ব্যবস্থা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে। এদিকে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা নিয়োজিত থাকবে।