বিজ্ঞাপন দিন

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিময় ডোমার আগমন দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিময় ডোমার আগমন দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বুধবার বিকালে উত্তরবঙ্গ উন্নয়ন আন্দোলনের আয়োজনে স্থানীয় শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার মিলয়নায়তনের উন্মূক্ত মঞ্চে আলোচনা সভা,প্রার্থনা,সম্মননা প্রদান,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও শেভাযাত্রার আয়োজন করেন। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবি,সাহিত্যিক,ছড়াকার সালেম সুলেরী। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়া প্রবাসী,কবিৃৃ বীর মুক্তিযোদ্ধা ডা.মখদুম আজম মাশরাফী। 

এতে বক্তব্য রাখেন-আওয়ামীলীগ নেতা আনজারুল হক,আলহাজ্ব করিমুল ইসলাম,সোলায়মান আলী,ডা.ফিরোজ আলম চিনু,আব্দুল কুদ্দুস আইয়ুব প্রমূখ। আলোচনা শেষে সম্মাননা প্রদান করে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। ১৯৭০সালের ২৩অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবৃর রহমান নির্বাচনী প্রচারনায় নীলফামারীর ডোমারে আগমন করেন এবং ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষন দেন। বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘটনাবলী বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।