বিজ্ঞাপন দিন

"জলঢাকায় শিশু বিবাহ নিবন্ধন ও মাদকদ্রব্য সেবন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালী"

রবিউল ইসলাম রাজ,সংবাদদাতা জলঢাকা : নীলফামারীর জলঢাকায় এলাকা পরিবর্তন করে শিশু বিবাহ নিবন্ধন বন্ধ ও মাদকদ্রব্য সেবন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালী করেছে যুব ও শিশু সংগঠনের সদস্যবৃন্দ। ২৫ অক্টোবর সকালে কৈমারী বাজারে এ মানববন্ধন ও র‍্যালী হয়।ইউনিয়নের যুব ও শিশু নেটওয়ার্ক এবং এলাকাভিত্তিক শিশু সুরক্ষা কমিটির আয়োজনে কৈমারী স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বর থেকে একঝাক কিশোর কিশোরী র‍্যালী বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে জিরো পয়েন্ড মোড়ে মানববন্ধন শুরু করে। মানববন্ধন সফল করার লক্ষে শিশুরা রাস্তায় পাশে বিভিন্ন সমাজ সচেতনমূলক প্লাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে থাকে। মানববন্ধনে অংশগ্রহন করে ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রীবৃন্দ,সচেতন নাগরিক ও সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমূখ। এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। উপদেষ্টা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বসুনিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও র‍্যালীতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু। তিনি বক্তৃতায় বলেন,আমার ইউনিয়নে শিশু বিবাহ নিবন্ধন হয় না। বাল্য বিবাহকে আমি কখনো প্রশ্রয় দেই না এ ধারনের বিষয় প্রতিরোধে আমার সহযোগিতা সব সময় থাকবে। এছাড়াও মদ,জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে একটি শিশুর যেন বিবাহ না হয়,এ জন্য সকলকে নিজ স্থান থেকে কাজ করতে হবে।আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমার এই ইউনিয়নে কাজ করে যাচ্ছি। আমরা সবাই নিজ নিজ সচেতন থাকলে আমরা কৈমারী ইউনিয়নটিকে বাল্য বিবাহমুক্ত ও মাদকমুক্ত করে মডেল ইউনিয়নে পরিনত করতে পারবো। এসময় উপস্থিত ছিলেন ইউএসএসের টেকনিক্যাল কর্মকর্তা আব্দুর রহিম ও জয়দেব রায়,প্রধান শিক্ষক পরেশ চন্দ্র রায়,জাতীয় ছাত্র সমাজ জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব ও সমাজ সেবক সাংবাদিক রবিউল ইসলাম রাজ,কৈমারী শিশু ও যুব নেটওয়ার্কের সভাপতি আজপিয়া আক্তার,সদস্য সাবেয়া,তুলি,রবি,সম্রাট,মামুন সংকরসহ সকল সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।