বিজ্ঞাপন দিন

জলঢাকায় আড়তি প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য টিভসহ নানান পুরুস্কার

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ষষ্ঠী বোধনের মধ্যদিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা। আড়তি প্রতিযোগিতায় এবার টিভি সহ থাকছে নানান পুরুস্কার। মঙ্গলবার দিনভর মন্ডপে মন্ডপে ঘুরে দেখা যায়, অন্যান্য মন্ডপে চেয়ে ব্যতিক্রম ঘটেছে উত্তর চেরেঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে। সেখানে আড়তি প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকারীকে টিভি এবং সহ অন্যান্যদের জন্য আরও বিভিন্ন পুরুস্কার ঘোষণা করেছেন মন্ডপটির পৃষ্ঠপোষক রিপন বিশ্বাস। উপজেলাটিতে এবার ১৭০ টি মন্ডপে চলছে শারদীয় দূর্গা পূজা। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব যাতে নির্বিগ্নে উদযাপন করতে পারে সে জন্য উপজেলা প্রসাশন সব রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবিষয়ে ওই মন্ডপের পৃষ্ঠপোষক রিপন বিশ্বাস জানায়, এবারই প্রথম নিজস্ব অর্থায়নে এই মন্ডপটি তৈরী করেছি। সাড়াও পেয়েছি ব্যাপক। দুর্গা উৎসব যাতে সার্বজনীন উৎসবে রুপ পায় সেজন্য একটু আড়তি প্রতিযোগিতার আয়োজন করেছি মাত্র।