বিজ্ঞাপন দিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যক্তি উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আবদুল আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় খোলা আকাশের নিচে বসবাসরত ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন কৈমারী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ খান। শনিবার সন্ধ্যার আগে সরেজমিনে গিয়ে প্রত্যেক পরিবারের হাতে নগদ এক হাজার করে টাকা দিয়ে সকলকে শান্তনা দেন তিনি। উল্লেখ্য গত শুক্রবার বিকেলে কৈমারৗ ইউনিয়নের বালাপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্র পাত হলে মুহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ওই পরিবারগুলোর বসতবাড়ি। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।