বিজ্ঞাপন দিন

এসিটি শিক্ষকদের চাকরি স্থায়ীকরনের সিদ্ধান্ত চুড়ান্ত : শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : দেশের পাঁচ হাজার দুইশ অতিরিক্ত শ্রেণি-শিক্ষকদের (এসিটি) যেকোনো উপায়ে স্থায়ী করার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার সচিবালয়ে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ উপায়ের তথ্য জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘এসব শিক্ষকদের জন্য নতুন কোন পদ বের করে স্থায়ী করা হবে। কারণ তারা অনেক মেধাবী এবং ইতোমধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের বেশির ভাগেরই চাকরির বয়স চলে গেছে। প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে প্রকল্পের মেয়াদ শেষ হলে বিদায় করে দেওয়া হয়। কিন্তু আমরা তা করবো না। তাদের স্থায়ী করার ব্যবস্থা নেবো।’‘ এসিটিদের স্থায়ী করার ব্যবস্থা নিতে সম্প্রতি মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে’ বলে জানান মন্ত্রী। মতবিনিময়কালে উক্ত সাংবাদিক সংগঠনের সভাপতি মোস্তফা মল্লিক, সহসভাপতি মোর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আবববাস, যুগ্ম সম্পাদক শারমিন নিরাসহ সংগঠনের ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নীলফামারী জলঢাকা উপজেলায় এ প্রকল্পের অধীনে ১০২ জন শিক্ষক স্থায়ীকরনের নিমিত্তে সকল কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন বাংলাদেশ এসিটি এসোসিয়েশন-এর জলঢাকা উপজেলা প্রচার সম্পাদক জনাব মিসবাহ-উল হক। সূত্রঃ এটিএন বাংলা, ৭১ টিভি, বাংলাদেশ জার্নাল।